Dhaka University of Engineering & Technology (DUET), Gazipur
http://www.duet.ac.bd/
ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার ঠিকানা
রাজধানী ঢাকা থেকে ৪০ কিলোমিটার উত্তরে গাজীপুরের শিমুলতলীতে গাছগাছালিতে ঘেরা ক্যাম্পাস ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় এটি। গাজীপুর জেলা শহর থেকে ৩ কিলোমিটারের দূরের এই ক্যাম্পাসে বহু শিক্ষার্থীর স্বপ্ন ডানা মেলে।
বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানটির বয়স মাত্র ১৫ বছর।তবে ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব সায়েন্সের অধীনে বাংলাদেশ কারিগরি শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রে ‘কলেজ অব ইঞ্জিনিয়ারিং’ নামে আত্মপ্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। মাত্র ৮ জন শিক্ষক ও ১২০ জন শিক্ষার্থী নিয়ে যে ‘কলেজ অব ইঞ্জিনিয়ারিং’ পথচলা শুরু করেছিল, নানা পরিবর্তনের পর এখন সেখানে পড়ছেন প্রায় তিন হাজার জন শিক্ষার্থী। যাঁদের মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০০।
শিক্ষার্থীর কোলাহল
গাজীপুর শহরের শিববাড়ি মোড় থেকে রওনা হই ডুয়েটের উদ্দেশে। ক্যাম্পাসে পৌঁছাতে সময় লাগল মাত্র ১০ মিনিট। ঘড়িতে তখন সকাল সাড়ে ১১টা। ক্যাম্পাসজুড়ে পিনপতন নীরবতা। নিরাপত্তাপ্রহরীদের কাছে জানতে চাই, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ নাকি?’ তিনি বলেন, পরীক্ষা চলছে। শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।
ভেতরে ঢুকতেই চোখে পড়ে স্মৃতিসৌধ ও ফুলের বাগান। একটু এগোলে হাতের ডান পাশে একাডেমিক ভবন, সামনে পাঠাগার। উত্তর দিকে শিক্ষার্থীদের আবাসিক হল। চারদিকে গাছপালা, মাঝে খেলার মাঠ। পরীক্ষা শেষ হতেই দলবেঁধে বেরিয়ে এলেন শিক্ষার্থীরা। তাঁদের কোলাহলে নিরিবিলি পরিবেশটা হঠাৎ বদলে গেল।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলো। পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র আমানত শাহ্ বলছিলেন, ‘অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের ক্যাম্পাসের পরিসর ছোট। তবে ক্যাম্পাসটা সাজানো-গোছানো। শিক্ষকদের তদারকি অনেক ভালো। কোনো ছাত্র ক্লাসে শতকরা ৫০ ভাগ উপস্থিত না থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তাই ক্লাস ফাঁকি দেওয়ার সুযোগ নেই।’ শিক্ষার্থীরাই বলেন, এখানে রাজনৈতিক অস্থিরতা নেই।
সহশিক্ষা কার্যক্রম
ক্যাম্পাসে রয়েছে বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। প্রায়ই এখানে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী ও খেলাধুলার আয়োজন করা হয়। এসব কর্মকাণ্ডের জন্য রয়েছে বেশ কয়েকটি সংগঠন। যেমন সৃজনী, ডুয়েট ডিবেটিং সোসাইটি, ডুয়েট রোবোটিকস ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডুয়েট স্পোর্টিং ক্লাব, ডুয়েট চেজ ক্লাব, ডুয়েট এনভায়রনমেন্ট ক্লাবসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠন। নতুন কিছু আবিষ্কারের নেশা আলোড়িত করে এখানকার অনেক শিক্ষার্থীকে।
No comments