মানুষ কিভাবে ধ্বংস হচ্ছে
মানুষ কিভাবে ধ্বংস হচ্ছে
১।মা বাবার অসচেতনার কারনে ঃ ছেলে বা ,মেয়েরা আজকাল স্কুলে /কলেজ এ যাচ্ছে না কোথাই যাচ্ছে খোজ খবর রাখে না ।তার কারনে তারা দিনদিন নেশার জগতে পা দিচ্ছে এবং নেশাগ্রস্থ হয়ে অশ্লীল কাজে লিপ্ত হচ্ছে ।
২।ফেসবুক বা ইন্টারনেটঃফেসবুক বা ইন্টারনেট ব্যবহার করে ঠিক আছে কিন্তু যুবক যবতিরা এসবের অপব্যবহার করছে ।্তারা পড়াসুনা বাদ দিয়ে দিনরাত ফেসবুক নিয়েই ব্যস্ত থাকে ।যুবক যুবতিরা ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে অশ্লীল ভিডিও দেখে তারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এবং ইভটিজিং এর মত খারাপ কাজে লিপ্ত হচ্ছে ।
৩।ইসলামিক জ্ঞানের অভাবঃ পিতা মাতার কর্তব্য অনুযায়ি সন্তানদের ইসলামিক জ্ঞান দেয়া উচিত।কিন্তু তারা পায় না যার কারনে মা বাবার অবাধ্য হচ্ছে ।
৪।বন্ধু নির্বাচনঃ যুবক যুবতিরা ভাল বন্ধু নির্বাচনে ভূল করাই তারা খারপ হয়ে যাচ্ছে এবং ভাল কাজ থেকে দূরে গিয়ে খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে ।তায় সবার উচিত বন্ধু নির্বাচিত করার সময় সর্তকতা অবলম্বন করতে হবে। কথায় আছে একটা ভাল বন্ধু একটা পুরো লাইব্রেরির সমান...
No comments